Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক নং

সেবা প্রদানের পরিধি

করনীয়

সেবা প্রদানের প্রাথমিক কার্যক্রম

গ্রাহক বা ভোক্তার বিবরণ

প্রার্থিত সেবা প্রদানের সব্বোচ্চ সময়

শিল্পদূষণ নিয়ন্ত্রন

দূষনকারী শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং পরিবেশ সংরক্ষন আইন এবং বিধির আলোকে

মাঠ পর্যায়ে পরিদর্শন /জরিপ পরিচালনা,উদ্বুদ্ধকরণ,নোটিশ প্রদান প্রযোজ্য ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা অথবা পরিবেশ আদালতে মামলা দায়ের

জনগন

৫০ কার্যদিবস অথবা বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা

পরিবেশগত ছাড়পত্র প্রদান

স্থাপিতব্য বা বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান /প্রকল্পের আবেদন পত্র ও কারিগরি প্রতিবেদন সমূহ ( আইই ,ইআইএ,ইএমপি ইত্যাদি ) পর্যালোচনাসহ সরেজমিন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সিদ্ধান্ত গ্রহন

আবেদন পত্র সহ কারিগরি প্রতিবেদন সমূহ ( আইই ,ইআইএ,ইএমপি ইত্যাদি )গ্রহন পর্যালোচনা,প্রকল্প এলাকাসহ পারিপার্শ্বিক পরিবেশ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নকরন ।

উদ্যোক্তা

বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা (১৫ থেকে ৬০ কার্যদিবস)

পরিবেশগত সমীক্ষা পরিচালনা এবং পর্যালোচনা

শিল্পপ্রতিস্ঠান/প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপন (ই আই এ) প্রতিবেদন পর্যালচনা ও অনুমোদন এবং ইআইএ সম্পন্ন করার বিষয়ে পরামর্শ প্রদান ; পরিবেশগত দূর্ঘটনার ক্ষেত্র ক্ষেয় ক্ষতি নিরুপন   

সংশ্লিষ্ট ইআইএ প্রতিবেদন গ্রহণ, পর্যালোচনা, প্রকল্প এলাকাসহ পারিপার্শিক পরিবেশ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নকরণ; পরিবেশগত দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরপনের লক্ষ্যে মাঠ পর্যায়ের সমীক্ষা পরিচালনা 

উদ্যোক্তা এবং জনগণ

বিধি নির্ধারিত সময়সীমা (15-60 কার্যদিবস) অথবা প্রযোজ্য ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমা

4

পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিস্পত্তি

পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তা তদন্তের মাধ্যমে নিস্পত্তি করা

অভিযোগ অথবা প্রতিকার প্রার্থনার আবেদনপত্র গ্রহণ। তদন্ত কার্যক্রম পরিচালনা প্রযোজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ।

জনগণ

তিনমাস

৫.

পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণ

নির্বিচারে পাহাড় ও গাছপালা কর্তন রোধ

সরেজমিনে পরিদর্শন, তদন্ত কার্যক্রম পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ

জনগণ

15 কার্যদিবস

৬.

যানবাহনজনিত দূষণ নিয়ন্ত্রণ

যানবাহন জরিপ এবং দূষণকারী যানবাহনের ‍বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা  

রাস্তায় চলাচলরত যানবাহন পরিক্ষা ও দূষণকারী যানবাহনের ‍বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্খা গ্রহন

জনগণ

তাৎক্ষনিক

৭.

বায়ু ও পানির গুনগতমান পরিবীক্ষন

দেশের বিভিন্ন এলাকায় বায়ু এবং নদী,পুকুর,টিউবয়েল,ও খাবার পানির গুনগত মান নির্নয়ের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন ।

দেশের বিভিন্ন এলাকায় বায়ু এবং নদী,পুকুর,টিউবয়েল,ও খাবার পানির গুনগত মান নির্নয়ের জন্য নমুনা সংগ্রহ,বিশ্লেষণ,ডেটা সংরক্ষণ ও প্রতিবেদন প্রকাশ ।

জনগণ

নিয়মিত

৮.

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আÂলিক ও আন্তর্জাতিক কনভেনশন,চুক্তি ও প্রোটোকল বাস্তবায়ন।

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আÂলিক ও আন্তর্জাতিক কনভেনশন,চুক্তি ও প্রোটোকল এর নিগোসিয়েশনে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা এবং দেশীয় , আÂলিক , আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বাধ্যবাধকতা পরিপূরনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন ।

কনভেনশন/প্রোটোকল এর অধীনে গৃহীত সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের অবস্থানপত্র প্রনয়ন এবং মন্ত্রনালয়ের অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্খায় তা প্রেরন এতদসংক্রান্ত জাতীয় পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন ।এ ছাড়া ও কনভেনশন/প্রোটোকল এর বিভিন্ন বিষয়ে জাতীয়,আÂলিক ও আন্তর্জাতিক সভা,কর্মশালা ইত্যাদি আয়োজন করা এবং ক্ষেত্রবিশেষে বিদেশে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসাবে নিগোসিয়েশনে ভূমিকা রাখা ।

সংশ্লিষ্ট মন্ত্রনালয় /দপ্তর/সংস্থা

কনভেনশন/ প্রোটোকল সচিবালয় নির্ধারিত সময় ,প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত সময়

৯.

জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম ।

জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশীয় প্রেক্ষাপটে গবেষনা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন,জলবায়ু পরিবর্তন জনিত ঝুকির বিষয়ে সকল পর্যায়ের জনগনের মাঝে সচেতনতা তৈরীর কার্যক্রম বাস্তবায়ন ইত্যাদি

জনগণ

নিয়মিত

১০.

জীববৈচিত্র সংরক্ষন

দেশের জীববৈচিত্র সংরক্ষন এবং জীব নিরাপত্তার ক্ষেত্রে কার্যক্রম গ্রহন ।

পরিবেশগত সংকটাপন্ন এলাকায় জনগনের অংশগ্রহনে জীববৈচিত্র সংরক্ষন ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা , জীববৈচিত্র সনদের আয়তায় কর্মকৈাশল তৈরী ও বাস্তবায়ন;এবং জীব নিরাপত্তার ক্ষেত্রে কর্মকাঠামো গঠন ও বাস্তবায়ন

জনগণ

নিয়মিত

১১

বিষাক্ত এবংবিপদজনক রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহার সংক্রান্ত কার্যাবলী ।

বিষাক্ত এবংবিপদজনক রাসায়নিক পদার্থের  আমদানী,পরিবহন,ব্যবহার ইত্যাদি নিয়ন্ত্রনে কার্যক্রম গ্রহন

বিষাক্ত এবংবিপদজনক রাসায়নিক পদার্থের আন্তদেশীয় চলাচল ও মজুদ বিষয়ে সমীক্ষা পরিচালনা করা ;এগুলোর নিরাপদ অপসারন বা ধ্বংসের লক্ষে কর্মকৈাশল প্রনয়ন এবংবাস্তবায়ন।

জনগণ

নিয়মিত

১২

ওজনস্তর সুরক্ষা কার্যক্রম ।

ওজনস্তর ক্ষয়কারী দ্রব্যসামগ্রী (ওডিএস)নিয়ন্ত্রনে কর্মসূচী বাস্তবায়ন ।

ওজনস্তর ক্ষয়কারী দ্রব্যসামগ্রী (ওডিএস)এরআমদানী, ব্যবহার,মজুদ এবং নিঃসরণ বিষয়ে সমীক্ষার ভিত্তিতে কর্মকৈাশল প্রনয়ন এবংবাস্তবায়ন করা ।

জনগণ

 

১৩

পরিবেশগত সচেতনতা বৃদ্ধি

পরিবেশ বিষয়ে গনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বিষয়ক তথ্য সকলের কাছে সহজলভ্য করার লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ সংকান্ত গুরুত্বপুর্ন আন্তর্জাতিক বিষয় সমুহ যথাযথ মর্যাদায় উদযাপন ।

সচেতনতার উপকরন হিসাবে পরিবেশ সংকান্ত পোস্টার,লিফলেট,বুকলেট,স্মরণীকা,টিভি স্পট,ডকুমেন্টারী,গন বিঙ্গপ্তি,ইত্যাদি তৈরী ও প্রচার ।এছাড়া জাতীয় পর্যায়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,রালী,সেমিনার/মুক্ত আলোচনা,আয়োজন এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়টি অন্তর্ভুক্তকরন, ইত্যাদি কার্যক্রম গ্রহন ।

জনগণ

নিয়মিত

১৪

পরিবেশ সংরক্ষন ও ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহন নিশ্চিতকরন ।

পরিবেশ সংরক্ষন ও ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহন কে উতসাহিত করার লক্ষে বিভিন্ন সামাজিক /সাংস্কৃতিক /অর্থনৈতিক,গোষ্টির সাথে অংশীদারীত্বমূলক কার্যক্রম গ্রহন ।

বিভিন্ন সামাজিক /সাংস্কৃতিক /অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের সাথে সভার মাধ্যমে তাদের কে পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করা এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশগত উন্নয়নের লক্ষে সমঝোতা স্মারকের ভিত্তি অংশীদারীত্বমূলক কার্যক্রম গ্রহন ।

জনগণ

নিয়মিত